Site Under Construction

Bracking

Thursday, June 25, 2020

Oxygen Concentrator

Oxygen Concentrator

oxygen concentrator এমন একটি মেডিকেল ডিভাইস যা শরীরে oxygen এর মাত্রা কমে গেলে, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে ব্যাবহার করা হয়। এই মেশিন কে O2 concentrator, oxygen machine বা oxygen generator ও বলা হয়।
Oxigen Concentrator ব্যাবহার কাদের জন্য প্রয়োজন হয়?
বিভিন্ন ধরনের শ্বাস কষ্ট জনিত সমস্যা বা অক্সিজেন স্বল্পতায় Dr রোগী কে oxygen concertrator ব্যাবহারের suggest করে থাকে।যেমন:
1. Anemia
2. Asthma
3. Congenital heart defects
4. COPD
5. Emphysema
6. Neumonia
7. Sleep Apnea
Device টি কি ভাবে কাজ করে?
oxygen concentrator বিদ্যুৎ এবং রিচার্জেবল ব্যাটারি দুটোর মাধ্যমেই চলে। যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন আউটলেট প্লাগ দ্বারা চার্জ করার প্রয়োজন হয়। মেশিন টি পরিবেশ থেকে বাতাস গ্রহন করে এবং বাতাস কে purifies করে তারপরে ৯০% থেকে ৯৫% দূষণমুক্ত pure অক্সিজেন রোগীকে সরবরাহ করে। কিন্তু যখন মেশিন বায়ু সংগ্রহ করে তখন ৮০ ভাগ নাইট্রোজেন ও ২০ ভাগ অক্সিজেন মেশিন টির ভেতরে যায়।
একটি compressor ও দুইটি sieve bed ফিল্টার ডিভাইস টির বিশেষ ভূমিকা পালন করে।প্রথমে compressor বাতাস কে সংকুচিত করে তারপরে সংকুচিত বাতাস sieve bed filters এ move হয়। সংকুচিত বাতাস sieve bed filter আসার পরে চাপ সৃষ্টি করে এবং product tank এ oxygen প্রেরন করে ও প্রথম sieve bed filter নাইট্রোজেন পূর্ন হয়। sieve bed filter এ থাকা Zeolite নামক 6 side microscopic cube ছিদ্র বিশিষ্ট একটি উপাদান যা বায়ু থেকে নাইট্রোজেন কে সরিয়ে ফেলে।এরপর গ্যাসের প্রবাহ কে switching করে compressed air টি 2nd sieve bed filter এ move করে। এরপরে oxygen pure হয়ে তা permanent ভাবে প্রডাক্ট ট্যাংকে যায়। pressure regulator
অক্সিজেনের চাপ কে নিয়ন্ত্রন করে। Flow meter adjusting valve এর মাধ্যমে কোন রুগীর কি পরিমান অক্সিজেন দরকার তা নিয়ন্ত্রন করে। এবং রুগী অক্সিজেন মাস্ক বা নজেল এর মাধ্যমে অক্সিজেন গ্রহন করে।
ডিভাইস টি portable ও হয়ে থাকে যা বাসার বাহিরে ও খুব সহজে ব্যাবহার করা যায়। এছাড়াও ডিভাইস টি ব্যাবহার করে সব ধরনের কাজ করতে পারে এতে রুগির কোন ক্ষতি হয় না।

No comments:

Post a Comment