☆☆☆ Apheresis Machine ☆☆☆
কম বেশি আমরা এখন অনেকেই প্লাজমা থেরাপির কথা শুনছি। প্লাজমা থেরাপি কি? কাদের এবং কেন করা হয়?
রক্তের দুটি উপাদানের মেধ্য একটি বিশেষ উপাদান হল প্লাজমা।মানুষের শরীরে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস বা plasma বলে।রক্তে এটির পরিমাণ 55%.
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যারা পুরোপুরি সুস্থ হয়ে উঠে তাদের শরীরে এক ধরনের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। আর সুস্থ এসব রোগীর শরীর থেকে প্লাজমার মাধ্যমে অ্যান্টিবডি সংগ্রহ করে তা অন্য করোনা আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগ করা হয়,এতে সেই আক্রান্ত ব্যাক্তির শরীরেও একই অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।ফলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যারা পুরোপুরি সুস্থ হয়ে উঠে তাদের শরীরে এক ধরনের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। আর সুস্থ এসব রোগীর শরীর থেকে প্লাজমার মাধ্যমে অ্যান্টিবডি সংগ্রহ করে তা অন্য করোনা আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগ করা হয়,এতে সেই আক্রান্ত ব্যাক্তির শরীরেও একই অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।ফলে রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।
Apheresis Machine কি ভাবে কাজ করে?
রুগী বা ডোনারের বাহু থেকে একটি পাম্প এর মাধ্যমে রক্ত সংগ্রহ করা হয়। সংগ্রহিত স্থানে তিনটি চ্যানেল থাকে। এই সব চ্যানেল থেকে রক্ত মেশিনের মধ্যে যায় এবং মেশিনের মধ্যে যাওয়ার পরে সেন্ট্রিফিউজ হয়ে রক্তের প্লাজমার মধ্যে থাকা (red cells,white cells and platelet) কে সেপারেট করে।
যেহেতু এখানে প্লাজমা কালেক্ট করা হয় তাই প্লাজমা এসে একটি ব্যাগে সংগ্রহিত হয়। আর বাকি অংশ red blood cells and white blood cells অন্য চ্যানেল দিয়ে ডোনারের শরীরে চলে যায়।এই মেশিনের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় ডোনারের শরীর থেকে রক্তের প্লাজমা সংগ্রহ করা সম্ভব।
যেহেতু এখানে প্লাজমা কালেক্ট করা হয় তাই প্লাজমা এসে একটি ব্যাগে সংগ্রহিত হয়। আর বাকি অংশ red blood cells and white blood cells অন্য চ্যানেল দিয়ে ডোনারের শরীরে চলে যায়।এই মেশিনের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় ডোনারের শরীর থেকে রক্তের প্লাজমা সংগ্রহ করা সম্ভব।
এই পদ্ধতিতে সাধারণত কোন ভাইরাল সংক্রমন থেকে সেরে ওঠা ব্যাক্তির রক্তের প্লাজমা সংগ্রহ করা হয়। এরপর সেই প্লাজমা সঞ্চালিত করা হয় একই ধরনের ভাইরাল সংক্রামনের শিকার রোগীদের দেহে। তবে রক্তের group মেনেই ভিন্ন ভিন্ন group এর প্লাজমা রোগীর শরীরে প্রয়োগ করতে হয়।এটি রোগী বা ডোনারের জন্য সম্পূর্ণ নিরাপদ একটি পদ্ধতি।
No comments:
Post a Comment