Site Under Construction

Bracking

Monday, July 6, 2020

Centrifuge Machine

Centrifuge Machine

 
বর্তমান চিকিৎসা বিজ্ঞানে Test করার জন্য বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে, যা আমাদের চিকিৎসা বিজ্ঞান কে করেছে আরো উন্নত।এর মধ্যে Centrifuge machine ও একটি। বিভিন্ন প্রকার সেন্ট্রিফিউজ মেশিন দেখা যায়,যেগুলোর চিকিৎসা বিজ্ঞানে গবেষণা এবং বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল কাজে ব্যাবহার করা হয়।যেটার মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ কিছু ক্লিনিক্যাল কাজ করা হয়। যা রক্তের মধ্যে থাকা রক্তরস এবং রক্তকোষ কে আলাদা করে।

Centrifuge Machine িক ?
Centrifuge Machine এমন একটি বৈশ্লষিক যুন্ত্র , যা চিকিৎসা বিদ্যায় ব্যাবহৃত হয় এবং এইটার সাহায্যে তরল পদার্থের বা তরল দ্রবণের মধ্যস্থিত কোন উপাদান বা কণা সমূহ কে পৃথক করা হয়।
বিভিন্ন ধরনের Centrifuge Machine এর নাম…
1. Hand Centrifuge machine
2. Electric bench Centrifuge
3. Ultra Centrifuge
4. Microhematocrit Centrifuge
5. Cyto Centrifuge
Centrifuge Machine এর কাজ…
ইলেকট্রিক সেন্ট্রিফিউজ মেসিন সাধারণত তরল পদার্থের মধ্যস্থিত বিভিন্ন উপাদান পৃথক করার কাজে ব্যাবহার করা হয়।এ যন্ত্র একটি সুরক্ষিত ঘরে রাখা হয়, যা সেন্ত্রিফিউজ চেম্বার নামে পরিচিত। এ সেন্ট্রিফিউজ চেম্বারে একটি রোটর থাকে।একটি ইন্ডাকশন মোটর ব্যাবহার করা হয়,যাতে বৈদ্যুতিক শক্তির মাধ্যমে রোটর টি ঘুরানো যায়। এছাড়া একটি টেস্ট টিউবের ও প্রয়োজন হয়। সেন্ট্রিফিউজ চেম্বারে নমুনা সহ টেস্টটিউব বিশেষ ব্যাবস্থায় রাখা হয়,যাতে রোটর টি ভারসাম্য বজায় রেখে ঘুরতে পারে। উন্নত সেন্ট্রিউজ মেশিনে ভারসাম্য সঠিক কিনা জানতে একটি নির্দেশক হিসেবে বাতি ব্যাব্যহার করা হয়। সেন্ট্রিফিউজ চেম্বারে অবস্থিত ঘূর্ণামান রোটরের মাধ্যমে সেন্ট্রিফিউজ কাজ সম্পূর্ণ করে থাকে। এক্ষেত্রে রোটর টির উপর বিশেষ কৌশলে নির্মিত ব্যাবস্থায় অনেক গুলো টেস্ট টিউব রাখা হয়। যখন পৃথকীকরণ কাজ করা হয় তখন তরল পদার্থ বা নমুনা কে টেস্ট টিউবে নিয়ে সেন্ট্রিফিউজ চেম্বারে রাখা হয় এবং নমুনার ধরন অনুযায়ী টেস্ট টিউব সহ রোটর টি কে একটি নির্দিষ্ট সময়ের জন্য ঘুরানো হয়। ঘূর্ণনের সংখ্যা ও সময় সিলেক্ট সুইচের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয়। নির্দিষ্ট ঘূর্ণনের পর বন্ধ হওয়ার জন্য ইলেকট্রনিক টাইমিং সার্কিট ব্যাবহার করা হয়।
Centrifuge machine এর সাবধানতা…
বর্তমানে ১৬০০০ RPM গতি সম্পন্ন সেন্ট্রিফিউজ মেশিন পাওয়া যায়। যেটার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু ক্লিনিক্যাল কাজ করা হয়। অধিক গতি সম্পূন্ন এ ধরনের সেন্ট্রিফিউজ মেশিনে তাপমাত্রা জনিত ক্ষতি হতে পারে,সে কারনে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাব

No comments:

Post a Comment