Site Under Construction

Bracking

Tuesday, June 16, 2020

ইলেকট্রোসার্জিকাল মেশিনের সংক্ষিপ্ত বর্ণনা

ইলেকট্রোসার্জিকাল মেশিনের সংক্ষিপ্ত বর্ণনাঃ


ইলেকট্রোসার্জিকাল মেশিন সার্জরির সময় রক্ত জমাট বাধা ও টস্যু কাটার জন্য উচ্চ ফ্রিকুয়েন্সির প্র‍্যজনিয় তীব্র উৎপন্ন করে। ইলেক্ট্রো সার্জারি করার মেশিন হলো রেডিও ফ্রিকোয়েন্সির AC জেনারেটর। ইলেকট্রোসার্জিকাল মেশিন ব্যবহার করে সার্জারি প্রডিউসার সম্পূর্ণ করার সময় ব্লাড লস কম হয়। এ মেশিনের সাহায্যে ১-৩ MHz ফ্রিকুয়েন্সির কারেন্ট উৎপন্ন করা হয়। যখন টিস্যুর অভ্যন্তরীণ তীক্ষ্ণ ধারবিশিষ্ট একটি তারের লুপ অথবা ব্যান্ড লুপ অথবা সুচালো পয়েন্টের মধ্য দিয়ে উচ্চ ফ্রিকুয়েন্সির কারেন্ট প্রবাহিত হয়, তখন এ সকল পয়েন্ট উচ্চ ঘনত্বের কারেন্টর সৃষ্টি হয়। ফলে টিস্যু এমন ভাবে উত্তপ্ত হয় যে, ইলেকট্রোডের ঠিক নিম্নে অবস্থিত সেল গুলো সেল ফ্লুইডের বায়েলিং দ্বারা দুই ভাগে বিভক্ত হয়।
নিরপেক্ষ ইলেকট্রিক রোগের সাথে ব্যাপক জায়গাজুড়ে সংযোগ তৈরি করে এবং RF কারেন্ট চারদিকে ছড়িয়ে যায় ফলে উৎপন্ন হয়।টিস্যু আলাদাকরণ এ পদ্ধতিটি ইলেক্ট্রো সার্জারি কাল কাটিং এর মূল ভিত্তি। ইলেক্ট্রো সাজাইতে টিস্যু ধ্বংসের সীমারেখা ঠিক রাখার জন্য তারের ইলেকট্রোড সমাবেশ,হাই RF ভোল্টেজ এবং হাই কাটিং স্পিড এর প্রয়োজন হয়।টিস্যুর মধ্য দিয়ে উচ্চ ফ্রিকোয়েন্সি কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এবং একে স্থানীয়ভাবে উত্ত্যক্ত করার জন্য যাতে এটির বিতর থেকে জমাট বাঁধতে পারে তজ্জন্যে টিস্যুর ইলেক্ট্রোসার্জারি কোয়্যাগুলেশন বা জমাট বাঁধার কাজটি সম্পাদিত হয়।

No comments:

Post a Comment