CT Scan (Computed Tomography)
CT Scan নামের সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত। পরিবারের বা পরিচিত কারোর অসুখে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আর হাসপাতালে এর নাম আমরা দেখেছি ও শুনেছি অনেকবার।
কিন্তু কি এই CT Scan, আর এটা দিয়ে কি এমন করা হয়?
CT পুরো নামটি হচ্ছে Computed Tomography. মূলত এটি X-ray দিয়েই করা হয়, চিকিৎসা বিজ্ঞান ছাড়াও এর ব্যবহার হয় অন্যান্য অনেক বিষয়ের পরীক্ষানিরীক্ষায়। X-ray ছবি তোলার সময়ে রশ্মি পাঠানো হয় সরাসরি শরীরের মধ্যে দিয়ে এবং বিপরীতে থাকা ফিল্মের উপরে গিয়ে ছবি ওঠে।
CT
CT
Scan সামান্য ভিন্ন ভাবে করা হয়, এখানে X-ray পাঠানোর সময়ে রশ্মি টিউব (Ray Tube) এবং x-ray film এই দুটির অবস্থান হেরফের করার মধ্যে দিয়ে শরীরের বিশেষ কিছু অংশের আরও পরিষ্কার ছবি আমরা পাই। স্বাভাবিক X-ray ছবি তোলার সময়ে Ray tube, মানবদেহ বা x-ray ফিল্ম কোনোটিরই অবস্থান বদল করা হয়না। কিন্তু CT Scan করার সময়ে টিউব এবং ফিল্মের (ডিজিটাল সেন্সর) অবস্থানের পরিবর্তন এমনভাবেই করা হয় যাতে মানবদেহের কাঙ্খিত অংশটিই আমরা আরও বিবরনসহ দেখতে পাই। শরীরের অন্যান্য অংশ আবছা ভাবে দেখা দেবে। এই পরিষ্কার করা, আবছা করার ব্যাপারটা নির্ভর করে কিভাবে টিউব এবং ফিল্ম সেন্সরের অবস্থান পরিবর্তন করা হল তার উপরে। আধুনিক যুগের CT Scan হয় টমোগ্রাফিক রিকন্সট্রাকশান সফটওয়্যার দিয়ে, কম্পিউটারের মাধ্যমে। এক্ষেত্রে ডিজিটাল জিওমেট্রি প্রসেসিংয়ের মাধ্যমে 3D ছবি আমরা পাই, সমস্ত এলগোরিদম প্রসেসিং হয় কম্পিউটারের মাধ্যমে। আপনারা যারা এই যন্ত্র দেখেছেন, তারা নিশ্চয় জানেন যে এক্ষেত্রে একটি যন্ত্রাংশ বিভিন্ন দিকে ঘুড়ে ছবি তুলে নেয়। এর দ্বারা অনেকগুলি 2D x-ray ছবি নেওয়া হয়, সেই গুলিকে প্রসেসিং করেই পরে কম্পিউটারের মাধ্যমে তৈরি হয় 3D ছবি। CT scan এর নাম অনেক আগে ছিল EMI Scan, পরে তার নাম হয় CAT/CT Scan (CAT - computed axial tomography).
এই স্ক্যান করার আগে রোগীকে নির্দিষ্ট মাত্রায় একটি রাসায়নিক ইঞ্জেকশান দেওয়া হয় যাকে বলে contast agent.
No comments:
Post a Comment