Biochemistry Analyzer
☆☆☆ Biochemistry Analyzer কি?
Ans: Biochemistry Analyzer ক্লিনিক্যাল বিশ্লেষণ কাজে গুরুত্বপূর্ণ equipment. এটি একটি বিশ্লেষণধর্মী রাসায়নিক নমুনা পরীক্ষণ যন্ত্র।রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে তরল নমুনার গুণগত মান পরীক্ষা করা হয়।
☆☆☆ Biochemistry Analyzer এর ব্যাবহার
● রক্ত
● মূত্র
● কফ্
● কাশি ইত্যাদির বিশ্লেষণধর্মী রোগ নির্ণয়ে এটি ব্যাবহার করা হয়।মানুষের জীবন ধারণের জন্য এবং শারীরবৃত্তীয় কাজের জন্য বিভিন্ন উপাদান যেমন: সোডিয়াম,পটাশিয়াম এবং ক্লোরিন ইত্যাদি নির্ণয়ের জন্য ব্যাবহার করা হয়।এটি খুব দ্রুত ও সঠিক ভাবে ক্লিনিক্যাল বিশ্লেষণ কাজে স্বাভাবিক ও প্যাথলজিক্যাল ডাটা নির্ণয়ে সাহায্য করে।
স্বয়ংক্রিয় পদ্ধতি বহুসংখ্যক সিস্টেম এবং ইলেকট্রিক্যাল সিস্টেমের একত্রে আন্তঃসংযোগের মাধ্যমে একটি মডুলার যন্ত্রপাতির গ্রুপ নিয়ে গঠিত।
এটির বিভিন্ন সাবসিস্টেম গুলো হল:
1. Sampling unit
2. Proportioning pump
3. Manifold
4. Dialyzer
5. Heating bath
6. Colorimeter/ flame photometer
7. Recoder
8. Function monitor
■ Sampling unit: Sampling unit অটো-অ্যানালাইজার সিস্টেম অপরিমিত স্যাম্পল ও স্ট্যান্ডার্ডকে অপারেটরের সাথে সক্রিয় করে।এটি সার্কুলার টার্নটেবিল নিয়ে গঠিত।স্যাম্পল প্লেট কাপ সহ একটি পূর্বনির্ধারিত বেগে ঘুরতে থাকে।টার্নটেবিল মুভমেন্ট স্যাম্পলিং বাঁকের সাথে সিনক্রোনাইজ করা হয়।নলাকার বাঁকের ব্যান্ড বেসের কর্ণারের সাথে লাগানো হয়।বাঁক পাতলা পলিথিন টিউব বহন করে,যা কাপে ডুবানো হয় এবং পানি ও স্ট্যান্ডার্ড বা পরীক্ষাণীয় দ্রবণকে চলাচলে সহায়তা করে।নির্দিষ্ট সময় পর পর এ বাঁক বৃদ্ধি পায়।ফলে স্যাম্পল টিউবের প্রান্ত কাপের সাথে উঠতে থাকে।
■ proportioning pump: Proportioning pump এর কাজ হল অ্যানালাইটিক্যাল চেইনের মধ্যে দিয়ে প্রতিনিয়ত এবং ক্রমান্বয়ে তরল,বাতাস এবং গ্যাস চালনা করা।এটি অটোমেটিক অ্যানালাইসিস সিস্টেমের প্রধান অংশ।এখানে সকল স্যাম্পল ও রিএজেন্ট স্ট্রিম যে কোন নির্দিষ্ট অ্যানালাইসিসে সিঙ্গেল পেরিস্ট্যালটিক পাম্প দ্বারা চালিত হয়।ফ্লেক্সিবল প্লাস্টিক টিউব এর একটি সিরিজ একটি স্যাম্পলার হতে এবং অপরটি রিয়েজেন্ট বোতল হতে অথবা বাতাস স্প্রিং লোড সম্পন্ন প্ল্যাটফর্ম হতে নিয়ে আসে।রোলার হেডগুচ্ছ একটি স্থির গতিসম্পন্ন মোটর দ্বারা চালিত হয়।যখন রোলার এ চাপ দেওয়া হয় এবং মোটরের switch on করা হয় তখন টিউবের তরল স্ট্রিমকে প্লেটের বিপরীতে সংকুচিত হয়।
■ Manifold: Manifold প্রাধাণত প্লেটার, পাম্প টিউব, কয়েল, ট্রান্সমিশন টিউব, ফিটিংস ও কানেকশন নিয়ে গঠিত।পাম্প টিউব এবং সংযোগ কয়েল manifold এর মাধ্যমে স্থাপন করা হয়,যা প্রত্যেক টেস্টর সময় এগুলো কে উপযুক্ত ক্রমানুসারে ধরে রাখে।এ টিউবের উপাদানের জন্য রাসায়নিক নিস্ক্রিয়,যা টিউবের মধ্যে দিয়ে সঠিক ভাবে প্রবাহিত হতে পারে।পাম্প টিউবের অভ্যন্তরে প্রতি মিনিটে প্রবাহের হার নির্ণয় করে।
কিছু সংখ্যক টিউব রিয়েজেন্ট এবং এক মডিউল হতে অন্য মডিউলে নমুনা স্থানান্তরের জন্য প্রয়োজন হয়।পাঁচ ধরনের টিউব আছে।
এছাড়া দুই ধরনের কয়েল আছে।যেমন: মিক্সিং কয়েল এবং ডিলে কয়েল,মিক্সিং কয়েল স্যাম্পল রিয়েজেন্ট মিশ্রনের জন্য ব্যবহৃত হয়।
■ Dialyzer: এ স্তরে (বাতাস+ডাইলুজেন্ট+স্যাম্পল) এবং ( বাতাস + রিয়েজেন্ট ) এই দুই ভাগে বিভক্ত থাকে। দুই স্তর হতে তরল সমূহ নির্দিষ্ট কাঁচের স্বচ্ছ পথ দিয়ে অগ্রসর হয়।উভয় স্তর মিশ্রিত হয়ে থাকে এবং নির্দিষ্ট পাতে অগ্রসর হয়।তবে অগ্রসরমান পাতে হিটার দ্বারা তাপ দেওয়া হয়।
■ Colorimeter: মিশ্রিত তরল সমূহ ওয়াটার বাথ হতে ঠাণ্ডা হওয়ার পর অগ্রসরমান তরলে নির্দিষ্ট পাতে আলো দেয়া হয়।প্রাপ্ত আলো তরলের উপর নিক্ষিপ্ত হওয়ার পর বর্ণ অথবা রং ধারণ করে।এটি নির্দিষ্ট অংশের সাহায্যে বের হয়ে যায়, কিন্তু নির্গত হওয়ার পূর্বে phototransducer অর্থাৎ photocell কর্তৃঈ আলো হতে ইলেকট্রিক্যালে রূপান্তর হয়।
■ Recorder: Photocell কর্তৃক প্রাপ্ত ইলেকট্রিক্যাল সিগল্যাল নির্দিষ্ট মানানুসারে প্রাপ্ত হয়।নির্দিষ্ট মাইক্রপ্রসেসর কতৃক নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে রেকর্ডার সংরক্ষিত হয়।
■ Digital Printer: রেকর্ডারে সংরক্ষিত ডাটা সমূহ বৈশিষ্ট্য অনুসারে ব্যাবহারকারীর প্রয়োজন অনুসারে আউটপুট হিসাবে পাওয়া যায়।
☆☆☆ Signal Processing and Data: Automated Method এ মাইক্রোপ্রসেসরের নিম্নলিখিত কাজ গুলো হচ্ছে:
● Analyzer এর Electromechanical অপারেশন পুরোপুরি নিয়ন্ত্রনের জন্য, যেমন: সলুশন ট্রান্সফার,উপযুক্ত ফিল্টার বাছাই ও স্থাপন এবং প্রতিনিয়ত অপারেশন মনিটরিং।
● Analyzer অপারেশন ডাটা অর্জন,মূল্যায়ন প্রসেসিং এবং সংরক্ষণ করা।
● CRT তে Analyzer আপারেপরের মাঝে সক্রিয় যোগাযোগ মাধ্যম প্রদর্শন করা।
No comments:
Post a Comment