Echocardiogram
●●● Echocardiogram কি?
একটি ইকোকার্ডিওগ্রাম (ইকো) একটি পরীক্ষা, যা উচ্চ ফ্রিকোয়েন্সি সাউন্ড তরঙ্গ (আল্ট্রাসাউন্ড) ব্যবহার করে মানুষের হৃদয়ের ছবিগুলি তৈরি করে,একে Echocardiography বা ডায়াগনস্টিক কার্ডিয়াক আল্টাসাউন্ড ও বলা হয়।ইকোকার্ডিওগ্রাম এমন একটি পরীক্ষা যা হৃদয়ের live image তৈরির জন্য শব্দ তরঙ্গ ব্যাবহার করে।
>>> Echocardiogram বিভিন্ন ধরনের হয়ে থাকে রয়েছে… ●●● Transthoracic Echocardiography
একটি প্রতিধ্বনি হৃদয়ের অর্টা,ধমনী, শিরার ছবি তৈরি করার জন্য শব্দ তরঙ্গ ব্যাবহার করে। ট্রন্সডুসার একটি প্রোব যা, বুকের উপর প্রেরণ করা হয়। প্রোব আল্ট্রাসান্ডের মাধ্যমে হৃদয়ে শব্দ তরঙ্গ উৎপন্ন করে,যা একটি মনিটর এ live imag দেখা যায়।
●●● Transesophageal Echocardiography
একটি Transesophageal Echocardiography নির্দিষ্ট চিত্র তৈরি করে না,তবে এই পদ্ধতি তে মুখের মধ্যে একটি পাতলা ,নমণীয় নল এর মাধ্যমে গলার নিচে একটি ছোট ট্রান্সডিউসার গাইড প্রেরন করা হয়। এই নল টি গলা দিয়ে টিউব এর মাধ্যমে পেটে পরিচালিত হয়। যা ট্রান্সডিউসারের মাধ্যমে হৃদয়ের সমস্যা গুলি দেখিয়ে থাকে।
একটি ইকোকার্ডিওগ্রাম (ইকো) একটি পরীক্ষা, যা উচ্চ ফ্রিকোয়েন্সি সাউন্ড তরঙ্গ (আল্ট্রাসাউন্ড) ব্যবহার করে মানুষের হৃদয়ের ছবিগুলি তৈরি করে,একে Echocardiography বা ডায়াগনস্টিক কার্ডিয়াক আল্টাসাউন্ড ও বলা হয়।ইকোকার্ডিওগ্রাম এমন একটি পরীক্ষা যা হৃদয়ের live image তৈরির জন্য শব্দ তরঙ্গ ব্যাবহার করে।
>>> Echocardiogram বিভিন্ন ধরনের হয়ে থাকে রয়েছে… ●●● Transthoracic Echocardiography
একটি প্রতিধ্বনি হৃদয়ের অর্টা,ধমনী, শিরার ছবি তৈরি করার জন্য শব্দ তরঙ্গ ব্যাবহার করে। ট্রন্সডুসার একটি প্রোব যা, বুকের উপর প্রেরণ করা হয়। প্রোব আল্ট্রাসান্ডের মাধ্যমে হৃদয়ে শব্দ তরঙ্গ উৎপন্ন করে,যা একটি মনিটর এ live imag দেখা যায়।
●●● Transesophageal Echocardiography
একটি Transesophageal Echocardiography নির্দিষ্ট চিত্র তৈরি করে না,তবে এই পদ্ধতি তে মুখের মধ্যে একটি পাতলা ,নমণীয় নল এর মাধ্যমে গলার নিচে একটি ছোট ট্রান্সডিউসার গাইড প্রেরন করা হয়। এই নল টি গলা দিয়ে টিউব এর মাধ্যমে পেটে পরিচালিত হয়। যা ট্রান্সডিউসারের মাধ্যমে হৃদয়ের সমস্যা গুলি দেখিয়ে থাকে।
●●● Stress Echocardiogram
Stress Echocardiogram এমন একটি পদ্ধতি যা হৃদয় বা রক্তবাহি নালী কতটা ভাল কাজ করছে তা নির্ধারণ করে। এটি বিভিন্ন ব্যামের মাধ্যমে করা যেতে পারে। যখন রোগীর হার্ট রেট শীর্ষ পর্যায়ে পৌছে যায় তখন, রোগীর ব্যায়াম করার সময় রক্তের পেশী পর্যাপ্ত এবং রোগী অক্সিজেন পাচ্ছে কি না নির্ধারন করার জন্য ডাক্তার আল্ট্রাসাউন্ড চিত্র গুলি গ্রহন করে। এর পরীক্ষার মাধ্যমে ডাক্তার বুঝতে পারে যে, রোগীর বাইপাস গ্রাফটিং, এঞ্জিওপ্লাষ্টি, এন্টি-এনালিয়াল বা অ্যান্টিঅ্যারিথমিক ঔষধ গুলো কত টা ভাল কাজ করছে।
●●● Three-dimensional Echocardiography
ইকোকার্ডিওগ্রাম ট্রানজিও ফোজাল বা ট্রান্সটোহারিক ইকোকার্ডিওগ্রাফি ব্যাবহার করে হৃদয়ের 3D image তৈরি করা হয়। এটি হার্ড ভাল্ব সার্জারির আগে ব্যাবহার করা হয়। এটি শিশুদের হৃদয়ের সমস্যার জন্য ব্যাবহার করা হয়।
●●● Fetal Echocardiography
Fetal Echocardiography গর্ভাবস্থায় 18-22 সপ্তাহের মধ্যে গর্ভবতী মায়ের উপর ব্যাবহৃত হয়। ভ্রণে হৃদরোগ পরীক্ষা করার জন্য ট্রান্সডুসার গর্ভবতী মায়ের পেটে স্থাপন করা হয়। পরীক্ষা টি গর্ভস্থ শিশুর জন্য নিরাপদ মনে করা হয়।কারণ এখানে কোন ক্ষতিকারক রশ্নি ব্যাবহার হয় না।
●●● Echocardiography এর ঝুঁকি…
১। ইকোকার্ডিওগ্রাম গুলি খুব নিরাপদ বলে মনে করা হয়। কারন এটি অন্যান্য কৌশল গুলির থেকে ভিন্ন, এখানে বিকিরন ব্যাবহার করা হই না।
২। একটি ট্রান্সটোরিক ইকোকার্ডিওগ্রাম ঝুঁকি বহন করে। ইলেক্ট্রোড ত্বকে লাগান হলে সামান্য অস্বস্তি হতে পারে।
৩। একটি ট্রান্সসোফেজাল ইকোকার্ডিওগ্রামে ব্যাবহৃত নল টি গলার মধ্যে জ্বলা সৃষ্টি করতে পারে।
৪। স্ট্রেস ইকোকার্ডিওগ্রামে হার্ট রেট পেতে ব্যাবহৃত ঔষধ এবং ব্যায়াম সাময়িক ভাবে অনিয়মিত হৃদরোগ সৃষ্টি করতে পারে।
No comments:
Post a Comment