ESR Machine
● ESR Machine কি?ESR Machine এর পূর্ণ অর্থ হল Erythrocyte Sedimentation Rate. রক্ত একটি Test tube এ রেখে একটি নির্দিষ্ট সময়ের ব্যাবধানে রক্ত থেকে যে লহিত কণিকা পাওয়া যায় তা দিয়েই ESR Test করা হয়। (The Erythrocyte Sedimentation Rate is the rate at which red blood cell sediment in a period of one hour. It is a common hematology test, and is a non specific measure of inflammation.)
একজন পুরুষ এবং একজন মহিলার ESR এর Normal range ৫০ বছর বা তার কম হলে প্রতি ঘন্টায় 15mm/20mm/ . ৫০ বছর এর বেশি হলে প্রতি ঘন্টায় 20mm/ 30mm.
● ESR Test কি ভাবে করা হয় এবং কেন করা হয়?
ESR Test মূলত রক্ত দিয়ে করা হয়। ESR Test দুই ভাবে করা যায়।
যথাঃ ১। ডিজিটাল পদ্ধতি তে
২। সাওলিং পদ্ধতিতে।
● ESR Test করার জন্য যে test tube ব্যাবহৃত হয়, তাতে EDT Medicin বা ESR Fulid দেওয়া থাকে। রক্ত সে test tube এ রেখে ESR Machine এ test করার জন্য রাখা হয়।ডিজিটাল পদ্ধতি তে বা ESR Machine এ যে Test করা হয় তাতে ১৫ মিনিট সময় লাগে এবং ১৮ মিনিটের মধ্যেই ফলাফল দিয়ে দেয়।
●এবং সাওলিং পদ্ধতি তে Test করলে তাতে ১ ঘন্টা সময় লাগে।
● সাধারণত ক্যান্সার, টাইফয়েড এবং ইনফেকশন জন্য ESR Test করা হয়।
ESR Mashine এর বিভিন্ন অংশ…
1.ESR Signal Conditioner
2.CW ESR Spectrometer
3.Gradient Coils Current Drivers
4.Control
No comments:
Post a Comment