Dialysis Machine:
Dialysis কি?
যে পদ্ধতিতে কৃত্রিম ভাবে রক্ত হতে অপ্রয়োজনীয় পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় এবং আল্ট্রাফিল্ট্রেশনের মাধ্যমে অপ্রয়োজনীয় পানি অপসারণ করা হয়, তাকে ডায়ালাইসিস বলে।
ডায়ালাইসিস প্রধানত কত প্রকার?
Ans: ডায়ালাইসিস প্রধানত দুই প্রকার।
যে পদ্ধতিতে কৃত্রিম ভাবে রক্ত হতে অপ্রয়োজনীয় পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় এবং আল্ট্রাফিল্ট্রেশনের মাধ্যমে অপ্রয়োজনীয় পানি অপসারণ করা হয়, তাকে ডায়ালাইসিস বলে।
ডায়ালাইসিস প্রধানত কত প্রকার?
Ans: ডায়ালাইসিস প্রধানত দুই প্রকার।
যথা: 1. পেরিটোনিয়াল ডায়ালাইসিস
2. হেমোডায়ালাইসিস
● হেমোডায়ালাইসিস: কিডনি রোগ বা কিডনির অন্য কোন জটিলতা দেখা দিলে কিডনি ফাংশনের পরিবর্তে রোগীর দেহের বাহিরে যে মেশিন ব্যাবহার করে ডায়ালাইসিস প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তাকে হেমোডায়ালাইসিস বলে।
● হেমোডায়ালাইসিস মেশিনের মৌলিক ফাংশনের নাম
1.ডায়ালাইসেট কে মনিটরিং করে
2. ডায়লাইসেটকে মিশ্রিত করে
3. ব্লাড কে পাম্প করা এবং এন্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করা
4. আল্ট্রাফিল্ট্রেশন রেট মনিটরিং করা।
● হেমোডায়ালাইসিস মেশিনের বিভিন্ন অংশ
1. Proportioning pump
2. Hetar
3. Conductivity cell
4. Dialysate pressure gauge
5. Blood leak detector
6. Flow meter
7. Dialysate pump
8. Blood pump
No comments:
Post a Comment